রোদেলা আকাশ সুন্দর তুমি মেঘের ঝুঁটি আকাশে খুনসুটি ভরি প্রাণ প্রাণ প্রকাশে। জোছনার রং মোর ডং নীরবতার সুর, আকাশ তুমি আছো আমার থেকে দূর-বহুদূর। আকাশ থমকে দেখে রাতে এসে ডানায় ভাসে। হারানোর ভয় নেই নীলাকাশে তোমার খোজা বড় সোজা, নতুন রঙের ছোঁয়ায় তোসায় পাওয়ায়, মুখে ফুটছে তারার ঝিলমিল মুক্ত আকাশে পান কৌড়ি ভাসে নেই তাদের কোন অমিল।
কি সুন্দন আকাশ তুমি তোমার দিকে তাকালে খুঁজে পাই অবিনব অনুভুতি ফিরে পাই অন্তচক্ষু জ্যোতি। আকাশ তোমার সরং নিজের মতো করে সেয়ের পাজেল মিলাই, খুঁজেই মোরা এক নতুন দিশারী। আকাশ তোমকে অনুভব করে খুঁজে পাই মোরা জীবনের মানে, আকাশ বৃষ্টি তোমাকে স্রষ্টা করেছে দান, আবারও খুজে পাই খুজে পাই জীবনের নতুন প্রাণ।
আমাদের ভাবনাগুলো তোমর মতো বিশাল হওয়ার প্রয়োজন, যেথায় খুজে পাবো নীল রঙের উচু নিচু সরু মোটা পথ। আকাশের নীলে নীলে ভেসে মোদের স্বপ্ন, লুকোচুরি করে মেঘপুঞ্জ দলের সাথে তুমি আকাম রীল উদাস বলে, আকাশের দিকে তাকাই, খুঁজে পাই সৌন্দর্য স্পর্শ হৃদয় বাণী নূপূরের পাখির কলতানে শ্রবণ করি।
সর্বশেষে আমি মোরা মিশে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে আকাশ তুমি সকলের পাশে। কখনও নীল জলে কখনও রৌদ্র কিরণ কোলে, অভিমানে আধার দিলে।
রোদেলা আকাশ নিয়ে ক্যাপশন
আকাশ তোমাকে ধরার আশায় ছুটেছি দিগ থেকে দিগন্তর, তবুও তুমি দাওনি ধরা বল ছোছও ছও তুমি আমার অন্তর।
আজও আকাশ পানে মোদের পাগলামি, তোমায় ছোঁয়া যায় না ছোঁয়া না বড় হয়ে তা এখন তা মানি।
তুমি খুব সুন্দর আকাশপুরী আজও উড়াই উড়াই তোমার বুকে রং বেরঙের ঘুড়ি।
Tags:
কথা