দু’চোখ দিয়ে আমরা যা দেখি সবই সুন্দর,সুন্দরের সুন্দর এই দুনিয়া। তাই বলে কি সুন্দর মানুষ সুন্দর। নিঃসন্দেহে নয়, আমাদের সকলের চোখের সামনে দেখা, কত সুন্দর মানুষ দেখতে বাহ্ চমৎকার কিন্তু তার আচরণ বলাই বাহুল্য।
এতোটাই নিষ্কৃষ্ট গরীব মানুষের প্রতি অনেক অন্যায় অত্যাচার করে যা সত্যিই গ্রহণযোগ্য নয়। লোকের মুখে শুনা যায় সুন্দর মানুষ নাকি অপরিষ্কার। আসলে মানুষকে বাহির থেকে বিচার করা ঠিক নয়, মানুষের ভেতরের রূপ-গুণ যাচাই করেই না মানুষকে সুন্দর এর খ্যাতি দেয়া যায়।
মানুষটা যে ভালো তা তার সামনে কখনো বলবে না, হাদিসে শুনেছি, কাউকে সামনা-সামনি প্রশংসা করা ঠিক নয়।
আমরা যদি মানুষের সাথে ভালো আচরণ করি, পশু-পাখির যত্ন করি, তাহলে আমরা সহজেই সুন্দর মানুষ হয়ে যাবো। তাতে আমারা সহজেই সুন্দর মানুষ হয়ে যাব।
আসো আমরা নিজেরা সুন্দর মনের মানুষ হই, যাতে আমাদের প্রতি স্রষ্টা সন্তুষ্টি হয়। আর কখনো মানুষের প্রতি অত্যাচার না করি।
লেখাটি শেয়ার করো যাতে পৃথিবীকে আমরা একটা সুন্দর করে গড়ে তুলি।
Tags:
নীতিকথা