আমরা যারা নতুন চাকরি প্রার্থী তারা প্রথমে জানি না কিভাবে একটি চাকরির খামের উপর লিখতে হয় এবং তার লেখার ডিজাইন এমনকি কোথায় কি লেখব না লেখব সেই বিষয়ে অবগত নই। তো চিন্তার কোন কারণ নেই এই পোষ্টে তুমি কিছু বাস্তব ব্যবহৃত কিছু চাকরির খামের ছবি দেখতে পারবে।
চাকরির খামের উপর লেখার নিয়ম:
আমরা সকলেই জানি অর্থাৎ ছোট বেলা যে নিয়ম পড়েছি, পাপক-প্রেরক চাকরির খামের উপর ঠিক তেমনটাই লেখা হয় এর কোনো বিকল্প আছে আমার মনে হয়। বিকল্প বলতে ইংরেজি বা অন্য কোনো ভাষার খামের হতে পারে।
{alertSuccess}আপনি পড়তে পারেন: ফেরত খাম লেখার নিয়ম
ছবিতে আমরা দেখতে পারছি। প্রথমে পদের নাম ও পরের লাইনে নিজ জেলা লিখা আছে পরে ধারাবাহিক ভাবে অবিরত। যা আমরা সবাই ছোট বেলা স্কুল-কলেজে শিখেছি।
প্রেরক মো: ক
পিতা: খ
গ্রাম, ডাকঘর, থানা, জেলা ও মোবাইল নম্বর
পাপক, এর জায়গায় দেখতে পারছি যার কাছে পাঠানো হয়েছে কেবল তার নাম বা পদ এবং জায়গার নাম।
আমার মনে মনে এবার জানতে পারলে কিভাবে চাকরির খামের উপর লিখতে হয়।