কাঠগোলাপ ফুল 2024: কাঠগোলাপ ফুল গাছটি একটি টি সপুষ্পক উদ্ভিদ। যা দেখতে ভেতরে হলুদ বাহিরে সাদা বর্ণের। এই কাঠগোলাপের পাঁচটি পাপড়ি থাকে। এরা দলবদ্ধ হয়ে গাছে ফোটে থাকে। এদের সুগন্ধি অসাধারণ। এই কাঠগোলাপ গাছের পাতা মূলত বড় বড় সবুজ বর্ণের লম্বা হয়ে থাকে।{getToc} $title={কাঠগোলাপ নিয়ে বিস্তারিত}
কাঠগোলাপ ফুলের ছবি
কাঠগোলাপ ফুল নিয়ে ক্যাপশন
দিনকে পার করতে চাই
তোমার আমার প্রেমালাপে
শেষটা শেষ করতে কাঠগোলাপে।
তোমাকে দেখতে চাওয়া আমার দীর্ঘ অসুখ হয়েছে প্রিয় কাঠগোলাপ।
কাঠগোলাপ তোমাকে নিয়ে হারিয়ে যাবো ওই নীল মেঘের দেশে।
কাঠগোলাপ বৃষ্টি নামবে আজ আমার গগণে।
কাঠগোলাপ তুমি আমি এতো কাছে এই রঙের মেলায়।
কাঠগোলাপের ওপর আজ আমার এতো অভিমান কি করে চিঠি লিখি।
প্রিয় কাঠগোলাপ তোমার সাথে বেঁধেছি আমার প্রাণ।{codeBox}
কাঠগোলাপ গাছের দাম
কাঠগোলাপ গাছের দাম পাঁচ হাজার থেকে শুরু করে দুইশত টাকা পযর্ন্ত লাগতে পারে, দাম গুলো নির্ভর করে গাছের ভিন্ন ভিন্ন জাতের উপর।
কাঠগোলাপ ফুল ইংরেজি নাম
কাঠগোলাপ ফুল এর ইংরেজি নাম ফ্রাংগিপানি বা (araliya flower)।
কাঠগোলাপ গাছ কোথায় পাওয়া যায়
মেক্সিকো, মধ্য আমেরিকা, ভেনেজুয়েলা ও দক্ষিণ এশিয়ার যথা- বাংলাদেশে, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটানের স্থানীয় ফুল
কাঠগোলাপ এর বৈজ্ঞানিক নাম
কাঠগোলাপ এর বৈজ্ঞানিক নাম হল প্লুমেরিয়া (Plumeria)
কাঠগোলাপ ফুলের কবিতা
তোমার খেয়ালে তোমার হেয়ালে
ছুতে চাই তোমার পায়েলে, মিষ্টি কাঠগোলাপে।
হলুদ মিশ্র সাদার দ্বার
প্রিয় তুমি রবে আমার আমার;
এই নাও এই নাই কাঠগোলাপ
আমার এই ছোট্ট উপহার।
হাতে কাঠগোলাপ
যদি আমাদের এই কাঠগোলাপ ফুলের তথ্যগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ। তাছাড়া যদি চান তাহলে শুধু ফুলের ছবি ডাউনলোড করতে পারবেন।