গ্রীষ্মকালের দৃশ্য দেখার আগে আমাদের দেখতে হবে গ্রীষ্মকালীন আবহাওয়া কেমন গ্রীষ্মকালীন আবহাওয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। গ্রীষ্ম হলো প্রথম ঋতু যা বছরের উষ্ণতম কাল, যা পৃথিবীর উত্তর গোলার্ধে সাধারণত জুন, জুলাই এবং আগস্ট জুড়ে অবস্থান করে। গ্রীষ্মের আগমনে প্রকৃতিতে নেমে আসে রুক্ষতা। সূর্যের তাপে নদ-নদী, খাল বিল শুকিয়ে যায়, মাঠ-ঘাট ফেটে চৌচির। গাছের সবুজ পাতা প্রচণ্ড রোগে, সতেজ রং বিবর্ণ হয়ে যায়। তাই কবি বলেছেন-
ঘাম ঝরে দরদরে এই গ্রীষ্মের দুপুরে
খাল-বিল চৌচির জল নেই আর পুকুরে।
এসময় আবার কাল বৈশাখীর আগমনও ঘটে তো চলুন আমার কাছে কিছু গ্রীষ্মকালের দৃশ্য আর শরৎকালের দৃশ্য দেখে নিই।{getToc} $title={গ্রীষ্মকালের দৃশ্য}
গ্রীষ্মকালের প্রাকৃতিক দৃশ্য
আমার কাছে অল্প কিছু দুরন্ত ছোটবেলার গ্রীষ্মকালের দৃশ্যর ছবি ছিল পরে আরোও গ্রীষ্মকালের দৃশ্য ছবি পেলে আপডেট দিব, সে পযর্ন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ।
Tags:
দৃশ্য