পদ্মা সেতু a to z: পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান (Padma Bridge)

পদ্মা সেতু বিসিএস বা দেশের অন্যান্য(তৃতীয়, চতুর্থ ইত্যাদি) চাকরি পরীক্ষায় বেশ গুরুত্বপূর্ণ। কেননা এই পদ্মসেতু বর্তমান সরকারের মেগা প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। 

পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ২৫/৬/২০২২ মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে উদ্বোধন করেন। 

আমাদের মনে একটা কমন প্রশ্ন থেকেই থাকে তা হল

{getToc} $title={পদ্মা সেতু a to z প্রশ্নোত্তর দেখুন}

আমাদের পদ্মা সেতু কোন জেলাকে সংযুক্ত করবে?

উত্তরঃ মুন্সিগঞ্জ ও শরিয়তপুর
পদ্মা সেতু

পদ্মা সেতু a to z

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান  | পদ্মা সেতু a to z

আমাদের পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কি:মি: আর প্রস্থ ৭২ ফুট যার ভায়াডাক্ট ৩.১৮ কি:মি:। এটি পদ্মা বহুমুখী সেতু প্রকল্প নামে কাজ শুরু করে। 

  • প্রঃ পদ্মাসেতুর দৈর্ঘ্য কত?

উঃ ৬.১৫ কিলোমিটার।

  • প্রঃ পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?

উঃ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

  • প্রঃ পদ্মাসেতুর প্রস্থ কত?

উঃ ৭২ ফুটের চার লেনের সড়ক।

  • প্রঃ পদ্মাসেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?

উঃ ৩.১৮ কিলোমিটর।

উপরোক্ত নিয়ে  এম সি কিউ
  •  পদ্মাসেতুর প্রকল্পের নাম কী?
. পদ্মাসেতু প্রকল্প    
. বাংলাদেশ পদ্মাসেতু প্রকল্প
. যমুনা পদ্মাসেতু বহুমুখী সেতু প্রকল্প    
. পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
  • পদ্মাসেতুর দৈর্ঘ্য কত?
. ৬.১৫    
. ৬.০৫
. ৬১৫    
. ৬.৫১

দুই প্রান্তে ১৪ কি:মি: পদ্মা সেতুর সংযোগ সড়ক। সেতুর ‍নিচতলা দিয়ে রেললাইন স্থাপন; নদী শাসনে রয়েছে উভয় পাড়ে ২ কি:মি:।

  • প্রঃ পদ্মাসেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?

উঃ দুই প্রান্তে ১৪ কিলোমিটার।

  • প্রঃ পদ্মাসেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?

উঃ নিচ তলায়।

  • প্রঃ পদ্মাসেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?

উঃদুই পাড়ে ১২ কিলোমিটর।

উপরোক্ত নিয়ে  এম সি কিউ
  • পদ্মাসেতুর সংযোগ সড়ক কতটুকু?
. ১৪   
. ১৫
. ১.৫    
. ১.৪

  • প্রঃ পদ্মাসেতু কার্যাদেশ প্রদানের তারিখ কত?

উঃ কার্যাদেশ প্রদানের তারিখ : নভেম্বর ২৬, ২০১৪।

  • প্রঃ বিশ্বে দীর্ঘতম সেতু হিসেবে  পদ্মা সেতু কততম স্থান দখল করে নিয়েছে?

উঃ  এগারো তম ।

  • প্রঃ পদ্মাসেতু চুক্তি স্বাক্ষরের তারিখ কত?

উঃ জুন ১৭, ২০১৪।

  • প্রঃ পদ্মাসেতু প্রকল্পে মোট ব্যয় কত?

উঃ মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।

  • প্রঃ পদ্মাসেতু প্রকল্পে জনবল কতজন?

উঃ প্রায় ৪ হাজার।

  • প্রঃ পদ্মাসেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?

উঃ ৮, ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।

  • প্রঃ পদ্মাসেতুতে কী কী থাকবে?

উঃ গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।

  • প্রঃ পদ্মাসেতুর পিলার সংখ্যা কত?

উঃ ৪২টি।

  • প্রঃ পদ্মাসেতুর ধরন কেমন?

উঃ দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।

উপরোক্ত নিয়ে  এম সি কিউ
  • এই সেতুর পিলার কয়টি?
ক. ৪.২টি
খ. ০.৪২টি
গ. ৪২টি
ঘ. ৪১টি
  • মোট ব্যয় কত?
ক. ২.৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা
খ. ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা
গ. ২৮ হাজার ৭৯.৩ কোটি ৩৯ লাখ টাকা
ঘ. ২৮ হাজার ৭৯৩ কোটি ৩.৯ লাখ টাকা

পদ্মাসেতুর ভায়াডাক্ট পিলার ৮১টি। এর পাইলিং ৩৮৩ ফুট। পিলারের জন্য পাইলিং ৬টি। মোট পাইলিং সংখ্যা ২৬৪টি।  দক্ষিণ জনপদের ২১ জেলা সাথে সংযুক্ত করবে এই পদ্মাসেতুটি।

  • প্রঃ পদ্মাসেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?

উঃ ৮১টি।

  • প্রঃ পদ্মাসেতুর পাইলিং গভীরতা কত?

উঃ ৩৮৩ ফুট।

  • প্রঃ প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?

উঃ ৬টি।

  • প্রঃ পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?

উঃ ৬০ ফুট।

  • প্রঃ পদ্মাসেতুর মোট পাইলিং সংখ্যা কত?

উঃ ২৬৪টি।

  • প্রঃ পদ্মাসেতুর নির্মাণকাজ শেষ হবে কবে?

উত্তর: শেষ। উদ্বোধনের কিছু দিন আগে।

  • প্রঃ পদ্মাসেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?

উঃ চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

  • প্রঃ পদ্মা সেতু হলে দেশের আর্থিক প্রবৃদ্ধি কত শতাংশ বাড়বে?

উঃ এই সেতু হলে দেশের আর্থিক প্রবৃদ্ধি ১.২ শতাংশ বাড়বে, প্রতিবছর দারিদ্র্য বিমোচন হবে ০.৮৪ শতাংশ হারে।

  • প্রঃ পদ্মাসেতু দক্ষিনের কয়টি জেলাকে যুক্ত করবে?

উঃ দক্ষিণ জনপদের ২১ জেলা।

উপরোক্ত নিয়ে  এম সি কিউ
  • পাইলিং গভীরতা কত?
ক. ৩৮৩ ফুট
খ. ০. ৩৮৩ ফুট
গ. ৩.৮৩ ফুট
ঘ. ৩৮.৩ ফুট
  • জেলা সাথে সংযুক্ত করবে এই পদ্মাসেতুটি?
ক. ২২ জেলা
খ. ২১ জেলা
গ. ২৩ জেলা
ঘ. ২৮ জেলা

পদ্মা সেতু a to z: পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ফেসবুকে শেয়ার করে রাখুন যে কোন সময় দরকার হতে পারে, তাছাড়া আপনি নোট করে রাখতে পারেন।

TheSundor

প্রিয় পাঠকবৃন্দ দি সুন্দর এর পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম। নতুন নতুন তথ্যবহুল ও মজার তথ্য পেতে দি সুন্দরের সাথেই থাকুন। youtube linkedin instagram facebook twitter pinterest

Post a Comment

Previous Post Next Post