সাদা লজ্জাবতী গাছ চেনার উপায় (Sada Lojjaboti gash) 2024

সাদা লজ্জাবতী গাছ চেনার উপায়: গ্রামাঞ্চলে পথের ধারে, বাড়ির আনাচে-কানাচে প্রায় অগোচরেই জন্ম নেয় এই গাছ। ছোট গুল্মজাতীয় গাছটির নাম লজ্জাবতী। পাতা স্পর্শ করলেই আশ্চর্যজনকভাবে তা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আবার আগের অবস্থায় ফিরে সতেজ হয়ে ওঠে। অত্যন্ত দ্রুত অনুভূতিসম্পন্ন এই গাছ। অনাদরে জন্ম নেওয়া এ গাছের রয়েছে নানা ঔষধি গুণ।

{getToc} $title={সাদা লজ্জাবতী গাছ}

পুরুষের হারানো শক্তি ফিরে পেতে সাদা লজ্জাবতী গাছের তুলনা হয় না।

চলুন এবার সাদা লজ্জাবতী গাছ চেনার উপায় নিয়ে আলোচনা করি সাথে দেখাবো সাদা লজ্জাবতী গাছের ছবি

সাদা লজ্জাবতী গাছ চেনার উপায় (White Lojjaboti)

সাদা লজ্জাবতী গাছ একটা আছে ত্রেকাটা, আরেকটা আছে চৌকাটা। সাদা গাছটির চৌকাটা কাটার দার চারটি, অর্থাৎ গাছটির চারপাশে কাটা থাকবে যেমনটা উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম। এই সাদা লজ্জাবতী পাওয়াটা খুবই দুর্লব। তা আপনি সাদা লজ্জাবতী গাছের ছবি মাধ্যমে দেখতে পারেন।

লাল লজ্জাবতী আর সাদা লজ্জাবতী মূলত তাদের গায়ের রঙের মাধ্যমে পার্থক্য করা হয়। এদের পাতা একই কিন্তু গাছের রং আলাদা।

সাদা লজ্জাবতী গাছের ছবি

সাদা লজ্জাবতী গাছের ছবি

সাদা লজ্জাবতী গাছের ছবি

সাদা লজ্জাবতী গাছের ছবি

লাল লজ্জাবতী গাছের ছবি

লাল লজ্জাবতী গাছের ছবি

লাল লজ্জাবতী গাছের ছবি

লাল লজ্জাবতী গাছের ছবি

সর্তকতা:

যেখানে লজ্জাবতী গাছ আছে সেখানে বেজি, সাপ বা বিভিন্ন প্রকারের বিষাক্ত প্রাণী থাকে, সেই দিকে খেয়াল রাখবেন।

আমার মনে হয় আপনি এবার নিজেই চিনতে পারবেন কোনটা সাদা লজ্জাবতী আর কোনটা লাল লজ্জাবতী। সাদা লজ্জাবতীর আবার দুই প্রকার হয়ে থাকি একটি হল তিন কাটা ওয়ালা আর চার কাটা ওয়ালা। দুইটাই ভালো। তাছাড়া ‍যদি আরো কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন।

TheSundor

প্রিয় পাঠকবৃন্দ দি সুন্দর এর পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম। নতুন নতুন তথ্যবহুল ও মজার তথ্য পেতে দি সুন্দরের সাথেই থাকুন। youtube linkedin instagram facebook twitter pinterest

Post a Comment

Previous Post Next Post