আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ, এখন জানবো অগ্রণী ব্যাংকে চেক লেখার নিয়ম। আপনি যদি এই পোষ্ট খুব মনোযোগ দিয়ে পড়তে পাড়েন আমি নিশ্চিত আপনি আর ভুলেও কখনো আর গুগল করতে হবে না ‘অগ্রণী ব্যাংক চেক লেখার নিয়ম’।
{getToc} $title={অগ্রণী ব্যাংক চেক লেখার নিয়ম দেখুুন সহজেই}
আমরা যারা অনেক দিন ধরে অগ্রণী ব্যাংক চেক লিখি না, তারা প্রায়ই ভুলে যাই কিভাবে যেন চেক লিখতে হয়? আর এই চেক লিখার জন্য এখন আবার ব্যাংকে যেতে হবে?
আমি আপনাকে ছবি সহ বিস্তারিত দেখিয়ে দিব, শুধুমাত্র পোষ্টটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন।
অগ্রণী ব্যাংক চেক লেখার নিয়ম
উপরের ছবিটি ভালো করে লক্ষ্য করুন, দেখুন আমি অগ্রণী ব্যাংকের চেকে ১-৫ পর্যন্ত চিহ্ন করেছি। এখান বিস্তারিত দেখুন
ধাপ#১ তারিখ
ছবিতে `১' লেখাতে দেখতে পারছেন তার বাম পাশে ‘তারিখ’ লেখা আছে এই তারিখের খালি জায়গায় আপনাকে সেই তারিখ লিখতে হবে, আপনি যেই দিন টাকা লেনদেন করবেন।
ধাপ#২ প্রদান করুন
প্রদান করুন অংশে নাম্বার দিয়েছি ‘২’ প্রদান করুন ফাঁকা স্থানে যা লিখবেন; যদি আপনি নিজে টাকা তুলেন তাহলে লিখবেন ‘নিজ’ আর যদি অন্যকেউ যেমন,
আপনার ছেলে বা আপনার কোনো পরিচিত ব্যক্তিকে দিয়ে টাকা উঠাবেন তখন সেখানে আপনি তার নাম সুস্পষ্ট করে উল্লেখ করে দিবেন।
ধাপ#৩ টাকা
এই অংশে আমরা অনেকেই ভুল করে থাকি, ছবিতে দেখতে পারছেন আমি এখানে ‘৩’ লিখেছি। এখানে আপনি টাকার অঙ্কটা সংখ্যায় না দিয়ে কথায় দিবেন।
উদাহরণস্বরূপ- ‘বিশ হাজার টাকা মাত্র’ কিন্তু ভুলেও ২০,০০০ সংখ্যায় লিখবেন না।
ধাপ#৪ টাকা
এই ধাপে দেখুন এই ‘৪’ নাম্বার স্থানটিতে ব্যাংক কর্তৃপক্ষ একটি বক্স রেখে এই ফাঁকা বক্সে আপনি সংখ্যায় লিখুন। উদাহরণস্বরূপ- ২০,০০০/-
ধাপ#৫ হিসাবধারীর স্বাক্ষর
হিসাব ধারীর স্বাক্ষর বলতে আমরা বুঝি এখানে যার নামে ব্যাংকে একাউন্ট আছে তাকেই হিসাব ধারী বলা হয়। এই স্থানে আপনি আপনার সই বা স্বাক্ষর দিয়ে দিবেন।
স্বাক্ষরটা যেন একই হয় যা আপনি ব্যাংক কর্তৃপক্ষকে যখন ব্যাংক একাউন্ট খোলার সময় দিয়েছিলেন।
ধাপ#৬ চেকের পিছনে
এইটা সর্বশেষ ধাপ, এখানে আপনারে আরো অতিরিক্ত স্বাক্ষর দিতে হবে আর এই স্বাক্ষর গুলো লিখতে হবে চেকে পিছনে সাদা জায়গায়।
তাহলে মোট স্বাক্ষর হলো ৩টি।
যদি তারপড়েও না বুঝে থাকেন তাহলে আপনি একটি উদাহরণ ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি।
অগ্রণী ব্যাংক চেক লেখার নিয়ম দেখুুন ছবিসহ
ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।