ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর (আপডেট তথ্য)

ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর মাধ্যমে আপনার শিশুর দক্ষতা বৃদ্ধি করুন। আর পাশাপাশি তার সাধারণ জ্ঞানের ভান্ডারকে বৃদ্ধি করুন। আমাদের বাংলাদেশের শিশুরা এখন খুব অল্প সময়ে সব কিছু বুঝতে পারে। এক কথায় পাকনা।

{getToc} $title={ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দেখুন সহজেই}

তাই তাকে আরো এক্সপার্ট করতে নতুন নতুন ছোট ছোট সহজ প্রশ্ন ও উত্তর মেলে ধরুন, যাতে করে সে পরবর্তী কোনো পড়ে খুব মজা পায় আর খেলতে খেলতে শিখে ফেলবে তার একাডেমিক পড়াশুনা। তো আমরা এখানে অনেকগুলো সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দিয়ে থাকবো।

ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

দুই বছরের বাচ্চাদের সাধারণ জ্ঞান

  • মহান প্রভুর সাথে পরিচয় করে দিন। আদব-কায়দা শেখান
  • বর্ণ মালা শিখান (অ, আ, ক, খ/ A, B, C/ 1,2,3,4)
  • আমাদের জাতীয় ফুল/ফল/পাখি/পশুর নাম কি? তা জিজ্ঞাসা করুন।
  • বিভিন্ন ধরনের রং সম্পর্কে ধারণ দিন, রংধনুর কয়টি রং ইত্যাদি
  • বই পরিচিত করুন ইত্যাদি

ছোটদের নিজ সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

১। তোমার নাম বানান করো?

২। তোমার বাবার নাম বানান করো?

৩। তোমার মার নাম ইংরেজিতে বলো?

৪। তোমার একজন প্রিয় শিক্ষকের নাম বলো?

৫। তোমার নিজ জেলার নাম কি?

৬। তোমার দেশের নাম কি?

৭। তোমার বাড়ি কোথায়?

৮। তুমি কোনো শ্রেণিতে পড়ো তা বানান করে বলো?

৯। তোমার স্কুলের নাম বলো?

১০। তোমার প্রিয় বইয়ের নাম বলো।

বাংলা সাহিত্যে নিয়ে প্রশ্ন ও উত্তর
বাংলা সাহিত্যে নিয়ে ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

১। আমাদের বিশ্ব কবি কে?

উত্তর: বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর।

২। আমাদের জাতীয় কবি কে?

উত্তর: কাজী নজরুল ইসলাম

৩। আমাদের পল্লী কবির কে?

উত্তর: পল্লী কবি জসিমউদ্দীন

৪। নারী জাগরণের অগ্রদূত কে?

উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

৫। তোমার বাংলা বইয়ের ভাষা আন্দোলনের অধ্যায়ের নাম কি?

উত্তর: তাদের বাংলা বইয়ে আছে।

৬। তোমার একজন প্রিয় কবির নাম কি তা বানান করে বলো?

উত্তর: তার প্রিয় কবির নাম বলবে সে।

৭। বাংলাদের নাগরিক কবি কে তুমি কি বলতে পারবে?

উত্তর: কবি শামসুর রাহমান

৮। ‘শৃঙ্খলা’ অর্থ কি?

উত্তর: সুন্দরভাবে সাজানো।

৯। ‘অক্কা পাওয়া’ বাগধার অর্থ কি?

উত্তর: মারা যাওয়া।

১০। তোমার বাংলা বইয়ের পুরো নাম কি?

উত্তর: তার বইয়ের নাম।

ইংরেজিতে প্রশ্ন ও উত্তর
ইংরেজিতে ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

১। ইংরেজি বানান করো ইংলিশে?

উত্তর: English

২। আমার নাম কি? ইংরেজিতে অনুবাদ করো?

উত্তর: What is your name?

৩। `Good Morning' এর বাংলা কি?

উত্তর: শুভ সকাল

৪। স্কুল বানান করো ইংরেজিতে?

উত্তর: School

৫। টিচার বাংলা কি?

উত্তর: শিক্ষক

৬। রহিম একজন ভালো ছাত্র? ইংরেজিতে অনুবাদ করো?

উত্তর: Rohim is a good student.

৭। আই অর্থ কি বাংলায়?

উত্তর: আমি

৮। ফাদার/মাদার এর বাংলা কি?

উত্তর: বাবা/মা

৯।  বিড়ালকে ইংরেজিতে কি বলে?

উত্তর: Cat

১০। Uncle কাকে বলে?

উত্তর: কাকা, খালু, মামাকে বলে।

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর বাংলাদেশ
ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর বাংলাদেশ

১। বাংলাদেশের রাজধানী কোথায়?

উত্তর: ঢাকা

২। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি?

উত্তর: কাঁঠাল

৩। একজন বীরশ্রেষ্ঠের নাম বলো?

উত্তর: তার জানা থাকলে বলবে।

৪। অতিথি পাখি কাকে বলে?

উত্তর: যে সকল পাখি শীলকালে শীত থেকে বাঁচতে কোনো উষ্ণ দেশে আসে তাদের কে অতিথি পাখি বলে।

৬। আমাদের দেশের জাতীয় সংগীত কে রচনা করে?

উত্তর: বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর

৭। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোনটি?

উত্তর: কক্সবাজার

৮। আদি কালের মানুষ কি দিয়ে আগুন ধরাতো?

উত্তর: পাথরের ঘর্ষনের মাধ্যমে।

৯। রয়েল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায়?

উত্তর: সুন্দরবনে।

১০। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয়।

উত্তর: ১১টি।

১১। পরিবেশ কাকে বলে?

উত্তর: আমাদের চারপাশে যা আছে তাই পরিবেশ।

১২। বাংলাদেশে কতগুলো বিভাগ আছে?

উত্তর: ৮টি, সর্বশেষ ময়মনসিংহ

১৩। বাংলাদেশের একটি নদীর নাম বলো?

উত্তর: ৭২০+ নদীর যে কোনো একটা নাম হলেই হবে।

১৪। ভাষা আন্দোলন কত সালে?

উত্তর: ১৯৫২

১৫। ছয় দফা কে উত্থাপন করেন?

উত্তর: শেখ মজিবর রহমান ।

১৬। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে?

উত্তর: ২৬শে মার্চ

১৭। আমাদের কবে বিজয় দিবস পালন করা হয়?

উত্তর: ১৬ই ডিসেম্বর।

২০। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?

উত্তর: বর্তমান প্রধানমন্ত্রীর নাম।

২১। ভারতের সাথে বাংলাদেশের কতগুলো জেলা সংযুক্ত আছে?

উত্তর: ৩২টি।

২২। বাংলাদেশের সাথে কয়টি দেশের সংযুক্ত ও কি কি?

উত্তর: ভারত ও মায়ানমার

২৩। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?

উত্তর: ২১ ফেব্রুয়ারি

২৪। বাংলাদেশের সর্ববহৎ সেতুর নাম কি?

উত্তর: পদ্মাসেতু

২৫। আমাদের দেশের নাম কি?

উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

ছোটদের ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
ছোটদের ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

১। পৃথিবীর সৃষ্টিকর্তা/তৈরী করেছে কে?

উত্তর: আল্লাহ তা’আলা

২। ঈমান অর্থ কি?

উত্তর: দৃঢ় বিশ্বাস (দৃঢ় অর্থ গভীর)

৩। যে ব্যক্তি আল্লাহ ও তার প্রিয় রাসূলকে বিশ্বাস করে না তাকে কি বলে?

উত্তর: কাফের

৪। যে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না তাকে কি বলে?

উত্তর: নাস্তিক

৫। আল্লাহ কয় জন?

উত্তর: আল্লাহ এক ও অদ্বিতীয়।

৬। আমাদের প্রিয় নবীজি (সাঃ) এর নাম কি?

উত্তর: হযরত মোহাম্মদ (সাঃ) [নোট: আপনি নবীজি (সাঃ) কে নিয়ে অনেকগুলো প্রশ্ন নিজে নিজেই বানাতে পারেন যেমন- তার পিতামাতার নাম কি? তিনি কত বছরে নবুয়ত লাভ করে? তিনি কোন বংশের লোক? তার চাচার নাম কি? ইত্যাদি]

৭। তাওহিদ অর্থ কি?

উত্তর: মহান আল্লাহ তা’আলার একত্বে বিশ্বাস করা।

৮। আমাদের প্রতিদিন কয় ওয়াক্ত নামায আদায় করা বাধ্যতামূলক?

উত্তর: ৫ ওয়াক্ত।

৯। আমরা সেহেরী ও ইফতার কখন করি?

উত্তর: সেহেরী ফজরের আযানের আগে ও ইফতার মাগরিবের আযানের সাথে সাথেই।

১০। সর্বোত্তম জিকিরে কোনটি?

উত্তর: লা-ইলাহা ইল্লাল্লাহ  (তিরমিজি: ৫/৪৬২; ইবনে মাজাহ: ২/১২৪৯ হাকিম; ১/৫০৩; সহিহ আল জামে: ১/৩৬২)

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ভিডিও-১

 সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ভিডিও-২

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ভিডিও-৩

প্রিয় পাঠকবৃন্দ এই জ্ঞানমূলক কিছু প্রশ্ন ও উত্তর গুলো খুব সহজ যাতে করে আপনার সোনামনি খুব সহজেই তার প্রশ্ন শুনার সাথে সাথে উত্তর দিতে পারে। আপনি যদি এর চেয়ে আরো একটু কঠিন লেভের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর চান তাহলে কমেন্টে জানান। অথবা আপনি নিজেই প্রশ্ন ও উত্তর তৈরী করুন যাতে করে সেটা তার লেখা পড়া রিলেটেড হয়।

TheSundor

প্রিয় পাঠকবৃন্দ দি সুন্দর এর পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম। নতুন নতুন তথ্যবহুল ও মজার তথ্য পেতে দি সুন্দরের সাথেই থাকুন। youtube linkedin instagram facebook twitter pinterest

Post a Comment

Previous Post Next Post