পৃথিবী খারাপ ভালো মিলেই সৃষ্টি, যেখানে সাদা দেখবে সেখানে নিঃশ্চই কালো থাকবেই। কিন্তু মানুষের মনুষ্যত্ব যখন বীভৎস,কদর্য ও ঘূণ্য হবে তখন তার কালো রূপ দেখা যায় আসলেই কি এই খারাপ মানুষ চেনার উপায় আছে কী? অবশ্যই আছে। টাকা যেমন জাল ধরা যায় ঠিক তেমনি মানুষ ধরা যায় হাতে নাতে।{getToc} $title={খারাপ মানুষ চেনার উপায় দেখুন}
আমরা আলিফ লায়লা দেখতে পাই সিন্ধবাদ যখন তাহুদি থেকে বাচ্চাদের বাঁচিয়েছিল তখন শয়তানের মেয়ের গোলাম বলেছি,
‘ভবিষ্যৎ যুগ শুধু শয়তায় আর শুধু শয়তানের যুগ হবে, শয়তানের হুকুম চলবে, কারণ বেচে থাকার সব ব্যবস্থা শয়তানের হাতে হবে। ধর্মের নামে ঝগড়া হবে, সততা বিবস হবে, ভদ্রতা বিলোপ হবে, দীর্ঘ নিঃশ্বাস অভিযোগ করবে, মনুষ্যত্ব ন্যায়ের জন্য কাদবে, মৃত্যুর দূতও আংকিত হয়ে পড়বে। যখন কাঠ নয় জীবন্ত মানুষকে জ্বালানো হবে। কি সুন্দর দৃশ্য হবে, মারা কষ্ট দিবে বাচ্চারা অনাথ হবে, আর আল্লাহর বানানো এই সুন্দর মাটি নিরপরাদ আর নিষ্পাপ রক্তে রঙিন হবে আর আল্লাহ বান্দারা মূছে যাবে।’
আসুন আমরা এই মুখোশধারী মানুষ কে চিনে ফেলি কিছু উপায় জানার মাধ্যমে উপায় বলতে কিছু পূর্ব শর্ত যা আমরা দূর্যোগ মোকাবেলার পূর্ব প্রস্তুতি হিসেবে জানা হয়। সঠিক মানুষ চেনার উপায়; খারাপ মানুষ থেকে বাঁচার উপায় সম্পর্কে।
খারাপ মানুষ চেনার উপায়
ধর্ম
প্রথমে আমরা দেখে নিব লোকটি কেমন, তার মাঝে কতটুকু ধার্মিক গুণাবলি আছে। কিছু কিছু মানুষ আছে যারা মাথায় টুপি রেখেও ভণ্ডামি করে, এখানে ধর্মের কোনো দোষ নয়, দোষ ব্যক্তি। বিষয়টা আরেকটু পরিষ্কার ভাবে বোঝা যাক,‘ধরো তুমি এখন মদ খেয়ে গাড়ি চালাচ্ছো, হঠাৎ গাড়িটি দুর্ঘটনায় পতিত হলো তাহলে বলো তো এখানে গাড়ির দোষ নাকি তোমার? নিশ্চই তোমার দোষ।
আবার কিছু লোক আছে যারা পাঞ্জাবি পড়ে দেখতে কিছুটা ধার্মিক বা শার্ট পড়িধান করে যারা অটো সিএনজিতে মানুষকে হাইজাক করে থাকে। অর্থাৎ ধর্মকে ব্যবহার করেও কিছু শয়তান মানুষকে ধোকা দেয়। এরা আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে। সম্প্রতি এমনটা ঘটেছেও।
চেহারা
আসলে মানুষের ব্যক্তিত্ব গুণাবলি তার চেহারা দিয়েও মাপা ঠিক নয়, কিছু কিছু লোক আছে যাদের চেহারার মধ্যে একটা খারাপ খারাপ প্রভাব থাকে। আমরা জানি, যিনি পাচওয়াক্ত নামাজ পড়েন তার চেহারায় নূর ঝলমল করে, যদি আমাদের দেশে শতকরা বেশির ভাগ লোকই পাচওয়াক্ত নামাজ পড়ে না তারপরের কিছু ভদ্র লোক আছে। যারা নেশা করে তাদের চেহারা দেখলেই বোঝা যায় সে নেশা করে আবার যারা নতুন নেশা করে তাদের চেহার দেখলে বুঝা যায় না তারা নেশা করে আবার অনেকেই আছে হঠাৎ এই সকল নেশাখুরীরা তোমার কাছ থেকে টাকা পয়সা চিনিয়ে নিবে বিশেষ করে শহর অঞ্চলে।
বেইমান মানুষ চেনার উপায়
বেইমান মানুষ তো তারা যারা আপনার সাথে বিশ্বাস ঘাত করে, যেমনটা কথা দিয়ে কথা রাখে, যখন কথা বলে এই গুলো হলো মুনাফিকের লক্ষণ। বেইমান মানুষ তারাই যারা আপনার কাছে থাকে, কথায় আছে না, ‘পর মানুষ মারে সামনে দিয়ে আর আপন মানুষ মারে পিছ দিয়ে।’
সঠিক মানুষ চেনার উপায়
সঠিক মানুষ চেনার উপায় হলো মানুষটির সাথে চলা, তার চালচলন লক্ষ করা, সে আপনাকে কতটা কেয়ার করে সেটা দেখা।
খারাপ মানুষ থেকে বাঁচার উপায়
আসলে খারাপ মানুষ চেনার উপায় নাই বলেই চলে কিন্তু হে, একটা উপায় আছে সেটা হল নিজে সর্তকতা থাকা।
যদি আপনার কোনো আরো উপায় বা অভিজ্ঞা থাকে তাহলে কমেন্ট এ জানান তাতে করে সকলেই উপকার হবে।