প্রিয় ঘরের কবিরাজ বন্ধু, এই পোষ্টে দেখবো তালমুল গাছের ছবি ও তালমুল এর উপকারিতা সম্পর্কে। যাদের তালমুল সম্পর্কে পরিপূর্ণ তথ্য দরকার তারা পোষ্টটি পড়ুন মনোযোগ সহকারে।
এই গাছটি হয়তো আমরা অনেকেই চিনি আবার অনেকেই চিনিনা আবার অনেকেই মনে হয় পথে বা কোথাও যেন দেখেছি।
এই তালমুল গাছটি আমারদের জন্য অনেক বেশি উপকারি। কারণ এই গাছটি অনেক ভেষদ দ্বারা পরিবেষ্টিত।
ছোট তাল গাছের পাতার মতো দেখতে [আবার অনেকেই এই গাছের পাতাকে সুপারি গাছের পাতার মতন মনে করে।] এই গাছের গোড়া থেকে হলুদ হলুদ ছোট ছোট ফুল বের হয়, দেখতে বেশ লাগে, আর ঘন সবুজ পাতাও সুন্দর।
একারণে মনে হয় আগে থেকেই এই গাছের নাম রাখা হয় তালমুল।
এই গাছটি ভেষদ জাতীয় উদ্ভিদ, একারণে সকলকেই এই গাছ চেনা দরকার।
তালমুল এর উপকারিতা
যৌন শক্তি বৃুদ্ধি
গাছের পাতা ও কান্ড মূল যৌন শক্তি বাড়াতে খুবই উপকারী। এটি যদি নিয়মিত খাওয়া যায় তাহলে যৌন শক্তি বাড়াতে আর কোনো ঔষধই খাওয়া লাগবে না। যৌনক্ষমতায় অক্ষম থাকলে এই গাছের কান্ডের মিহি চূর্ণ ঘি এবং চিনি সাথে খাওয়া হয় তাহলে বেশি ফলাফল আশা করা যায়।
প্রস্রাবের পাথর
প্রস্রাবের পাথর সরাতে এই তালমূল আরো বেশি কার্যকর। যাদের প্রস্রাবের রাস্তার পাথর হয়, তারাও এই গাছটি ব্যবহার করতে পারেন। প্রস্রাবের রাস্তার পাথর হওয়াটা কিন্তু খুবই কষ্ট কর একটা রোগ।
কাটাছেড়া
কাটাছেড়ায় এই গাছের পাতার রস অত্যন্ত কার্যকর। পাতার রস কাটাছেড়ায় লাগালে খুব দ্রুত সেড়ে ওঠে।
চর্মরোগ নিরামক
চর্মরোগের ক্ষেত্রেও এই গাছের পাতা যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুব ভালো একটা ফলাফলের আশা করা যায়। তাই এই গাছটি চর্মরোগের ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা রাখে।
সর্পদর্শন
সর্পদর্শনের ক্ষেত্রেও এই গাছের পাতা কাজ করে, তবে সেটা যদি খুব মারাত্মক সাপ না হয় সেক্ষেত্রে কিন্তু গাছ কাজ করে।
জন্ডিস ও প্রস্রাব জ্বালাপোড়া
জন্ডিস ও প্রস্রাবের জ্বালাপোড়ায় প্রতিদিন দুবার তালমুল বাটা শরবত দুই থেকে তিন দিন খেলে ভালো উপকার পাওয়া যায়।
এছাড়া তালমূল গাছটি কিন্তু শক্তিবর্ধক, ক্ষুধাবর্ধক, হজমকারো, জ্বরনাশক, গনেরিয়া গেটেবাত, হাঁপানী ও পেট ব্যথায় অত্যন্ত কার্যকর।
তাই এই গাছটি বাড়ির আঙ্গিনায় যত্ন করে লাগিয়ে পরিচর্চা করে আমরা কিন্তু ভালো সুফল পেতে পারি। তারপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানান।
তথ্যসূত্র: ইন্টারনেট
Tags:
ঔষধি গাছ