সুগন্ধি ফুল কী কী | সুগন্ধি ফুলের নামের তালিকা

আমরা অনেকেই ফুল চিনি তবে সুগন্ধি ফুল কী কী তা জানিনা তো চলুন এই পোষ্টে আমরা সুগন্ধি ফুলের নামের তালিকা ছবিসহ বিস্তারিত দেখি।

সুগন্ধি কে না ভালোবাসে। যুগ ‍যুগ ধরে প্রাচীনকাল থেকে এই সুগন্ধির ব্যবহার প্রতিনিয়ত বেড়েই চলেছে। তার উপরে ফুলের সুগন্ধি সত্যিই বলাই বাহুল্য। সুগন্ধি ফুল গাছে মাধ্যমে নিজে নয় বরং গোটা এলাকায় সুভাস ছড়ানো যায়।

{getToc} $title={সুগন্ধি ফুলের নামের তালিকা দেখুন বিস্তারিত}

তো চলুন এবার একটু মজার তথ্য জানা যাক, এই বিশ্বে প্রায় ৩ লাখ নব্বই হাজার ৯ শত’ প্রজাতির উদ্ভিদ রয়েছে। তারমধ্যে প্রায় ৩ লাখ ৬৯ হাজার ৪০০শত প্রজাতিই ফুল দেয়। সবচেয়ে বেশি ফুল নেদারল্যান্ড পাওয়া যায়। 

পৃথিবীতে যত সুগন্ধি ফুল আছে তাদের মধ্যে সাদা ফুলের সংখ্যায় বেশি। আর এই সাদা ফুলের জন্যই সকল ফুলের যৌবনের অস্তিত আছে। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি সুগন্ধি ফুলের নামের তালিকা দেখি।

সুগন্ধি ফুল কী কী | সুগন্ধি ফুলের নামের তালিকা ও ফুলের ছবি

গন্ধরাজ 

গন্ধরাজ

গন্ধরাজ

রজনীগন্ধা

রজনীগন্ধা

রজনীগন্ধা

হাসনাহেনা 

হাসনাহেনা

হাসনাহেনা

বেলি ফুল

বেলি ফুল

বেলি ফুল

শিউলি ফুল

শিউলি ফুল

শিউলি ফুল

বকুল ফুল

বকুল ফুল

বকুল ফুল

চন্দ্রমল্লিকা 

চন্দ্রমল্লিকা

চন্দ্রমল্লিকা

নয়নতারা

নয়নতারা

নয়নতারা

গাঁদা

গাঁদা

গাঁদা

দোলনচাঁপা

দোলনচাঁপা

দোলনচাঁপা
তাছাড়াও আরো অনেক অনেক সুগন্ধি ফুলের নামের তালিকায় যুক্ত করতে পারলাম না, তাছাড়াও আপনার যদি ইচ্ছা হয়, তাহলে সুগন্ধি ফুল কী কী তার একটা তালিকা আমাদের জানাতে পারেন। যদি পোষ্টটি ভালো লাগে তাহলে শেয়ার দিতে পারেন না দিলে নাই।
ট্যাগ: সুগন্ধি ফুল কী কী | সুগন্ধি ফুলের নামের তালিকা

TheSundor

প্রিয় পাঠকবৃন্দ দি সুন্দর এর পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম। নতুন নতুন তথ্যবহুল ও মজার তথ্য পেতে দি সুন্দরের সাথেই থাকুন। youtube linkedin instagram facebook twitter pinterest

Post a Comment

Previous Post Next Post