বাংলাদেশের শিক্ষার্থী ইন্টারমিডিয়েট/HSC পাশ করার পর সব থেকে বেশি পরিমাণ ছাত্রদের জানার ইচ্ছা কোন বিষয়ে অনার্স অথবা ডিগ্রি পাশ করলে ভালো আবার কেউ এই সম্পর্কে না ভেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়। কিন্তু তাদের মধ্যে অনেকে BBA পড়ে থাকেন কিন্তু জানেন না যে তিনি কী পড়ছেন অথবা BBA পড়ছেন। BBA full meaning কি? বি এস এস এর পূর্ণরূপ কী ?{getToc} $title={BBA full meaning}
BBA full meaning বি বি এ এর পূর্ণরূপ কী?
BBA full meaning in Bangla বি এস এস এর পূর্ণরূপ হল ‘Bachelor of Business Administration.’
এই কোর্চে কেবল তারাই ভর্তি হয় যারা চার বছর মেয়াদি লেখাপড়া করে থাকে। অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করার পর ছাত্র-ছাত্রীরা ভার্সিটি বা কলেজে অনার্স কোর্স BBA এ ভর্তি হয়ে থাকে।
আরেকটু দেখুন-
BBA = Bachelor of Business Administration
- এটা ৪ বছরের একটি সম্মানসূচক ডিগ্রী বা কোর্চ।
- এই BBA করতে হলে আপনাকে কোনো ডিগ্রি ভর্তি হতে হবে।
- অবশ্যই ইন্টারমিডিয়েট পাশ করতে হবে।
bba full meaning মনে রাখার টেকনিক এর জন্য একটা বহুনির্বাচনীয় প্রশ্ন দেয়া হল সঠিক উত্তর দিয়ে নিজেকে যাচাই করুন।
বি এস এস এর পূর্ণরূপ কী?
- Bachelor of Social Sicence
- Bachelar of Business Administration.
- Bachelor of Bachelor of Business Administration.
- Bachelor of Bangladesh Administration