ভাষার মূল উপকরণ কি এই প্রশ্নটা প্রায় সময়ই দেখা যায় চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আসে। এটা এক ধরনের কনফিজ প্রশ্ন। এর অপশনে ‘ধ্বনি’ ও দেখা যায় তাতে করে অনেকের ভুল হতে পারে তাই ভাষার মূল উপকরণ কি এর ব্যাখা সহ পড়ুন আর কনফিজ প্রশ্নের সহজ সমাধান নিন।
{getToc} $title={ভাষার মূল উপকরণ কি এর সমাধান দেখুন}
যদি আপনি এই পেজটি খুব মনোযোগ সহকারে পড়ের আমার মনে না আর জীবনে এই প্রশ্নে উত্তর আর কখনো ভুল হবে না।
ভাষার মূল উপকরণ কি MCQ
ক। শব্দ খ। বাক্য
গ। ধ্বনি ঘ। বর্ণ
উত্তর: খ
ব্যাখ্যা দেখুন খুব মনোযোগ সহকারে:
ভাষার মূল উপকরণ - বাক্য
ভাষার মূল উপাদান - ধ্বনি
বাক্যের মূল উপাদান - শব্দ
ধ্বনির লিখিত রূপ - বর্ণ
ভাষার মূল উপকরণ কি (জব সলুশনের ব্যাখাসহ দেখুন)
এই ভাষার মূল উপকরণ কি MCQ টা সমাধান করুন:
বাংলা ভাষার মূল উপকরণ কি
ক। শব্দ খ। বাক্য
গ। ধ্বনি ঘ। বর্ণ
ভাষার মূল উপকরণ কি এই প্রশ্নটি আমি যখন জব সলুশনে দেখি আমার তো মনে হয়েছিল ধ্বনি হবে। পরে উত্তরে গিয়ে দেখি বাক্য। ভাইরে ভাই কি কি যে দ্বন্দ্ব। কি আর করার অনলাইনে ঘাটাঘাটি করার পর কিছুটা নিশ্চিত হলাম।
তবে ১০০% শিউর হলে পরে আবার জানাবো, আমি ১০০% শিউর বলতে বুঝাতে চাচ্ছি যে বোর্ড বই কি লেখা আছে সেটার কথা। তাছাড়া যদি আপনি সঠিকটা খুঁজে পান তাহলে কমেন্টে জানান। ভাই খুব উপকার হবো। হে, শিউর ১০০%... সঠিক উত্তর: বাক্য
ট্যাগ: ভাষার মূল উপকরণ কি, বাংলা ভাষার মূল উপকরণ কি, ভাষার মূল উপকরণ কি mcq, জব সলুশন